২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ থেকে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের কবিতাংশ পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে।
কোন বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল।’
১। উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার সাথে কোন বিষয়টি প্রাসঙ্গিক-
ক) আবহমান বাংলা
খ) প্রকৃতিপ্রেম
গ) নৈতিকতায়
ঘ) অত্যুজ্জ্বল দেশপ্রেম
২। বঙ্গবন্ধু সরকার কবে বাংলাদেশের সংবিধান রচনা করে?
ক) ১৯৭৩ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৭১ সালে
৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি যে কারণে অনবদ্য ছিল তা হলো-
i) আবেগে
ii) রিক্ততায়
iii) দিক-নির্দেশনায়
নিচের কোনটি সঠিক?
ক) iii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪। গণঅভ্যুত্থানে কার পতন হয়েছিল?
ক) ইয়াহিয়ার
খ) জুলফিকার আলী ভুট্টোর
গ) আইয়ুব খানের
ঘ) পাকিস্তান সরকারের
৫। ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’এ স্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
ক) রাষ্ট্রভাষা আন্দোলন
খ) ১৯৬৬’র ৬ দফা আন্দোলন
গ) ১৯৬৯’র গণঅভ্যুত্থান
ঘ) বাংলার স্বাধীনতা আন্দোলন
৬। ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেন কত মিনিট?
ক) ১৮ মিনিট
খ) ১৫ মিনিট
গ) ১০ মিনিট
ঘ) ২৮ মিনিট
৭। বঙ্গবন্ধু কিসের বিনিময়ে এ দেশের মানুষকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন?
ক) দেশপ্রেমের বিনিময়ে
খ) মুক্তিযুদ্ধের বিনিময়ে
গ) রক্তের বিনিময়ে
ঘ) বাঙালি জাতির ঐক্যের মধ্য দিয়ে
৮। ‘ন্যাশনাল এসেম্বলি’ মানে হলো-
ক) গণপরিষদ
খ) জাতীয় পরিষদ
গ) জাতীয় সংবিধান
ঘ) গোপন বৈঠক
৯। বঙ্গবন্ধু কল-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিলেন। কারণ-
i) পাকিস্তানিদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য
ii) দাবি আদায়ের জন্য
iii) আন্দোলন বেগবান করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০। মার্শাল ল বলতে বোঝানো হয়েছে-
ক) গণতান্ত্রিক আইন
খ) পাকিস্তানের আইন
গ) সামরিক আইন
ঘ) সান্ধ্য আইন
উত্তর : ১. ঘ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. গ।


আরো সংবাদ



premium cement